প্রকাশ: ৪ এপ্রিল, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ন
পাওনা ২০ টাকার জন্য অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শুকুর আলী (৪৫) নামে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী উপজেলার ধোপাদী গ্রামের সোনা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, ভ্যানচালক শুকুর আলীর কাছে ওই গ্রামের গ্যারেজ মালিক রাজু আহম্মেদ বিশ্বাস ২০ টাকা পায়। রাতে তিনি ওই গ্যারেজে গেলে গ্যারেজ মালিক পাওনা টাকা দাবি করে।
এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক লোহার রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা শুকুর আলীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শুভ্র প্রসুন মুখার্জি বলেন, নিহত শুকুর আলীর মাথায় আঘাতের চিহৃ রয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’