ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ মার্চ, ২০২৩ ১৯:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮৪ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে এগারোটায় নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে একযোগে এ ঘোষণা দেন তিনি।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী ভূমিহীন ও গৃহহীন ১৪৪টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেন।জমির দলিল হাতে পেয়ে তারা খুশি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা, পৌর কমিশনার মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান।