ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, , ৯ জ্বিলক্বদ ১৪৪৪
Reg:C-125478/2015

প্রথম হজ ফ্লাইট রোববার রাতে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ মে, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩১ বার


প্রথম হজ ফ্লাইট রোববার রাতে

চলতি বছরের হজ কার্যক্রম আজ শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

close

মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে আজ সশরীরেই আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত থেকে তার এ কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে। অনুষ্ঠানে কয়েকজন হজযাত্রীর সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় (ক্যালেন্ডারে ২১ মে) প্রথম হজ ফ্লাইট সৌদি আরব যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।


   আরও সংবাদ